বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী ভজন

প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী ভজন

ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের মতো রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবেও বিজেপি বেছে নিল নতুন মুখ। সেই সঙ্গে ইতি ঘটল মরুরাজ্যে বসুন্ধরা রাজের দুই যুগের রাজত্ব। গতকাল বিকালে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হলো ভজনলাল শর্মাকে।

জল্পনা ছিল অনেক। সেসব জল্পনায় জল ঢেলেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু কে এ ভজনলাল, যিনি রাজস্থান বিজেপির হেভিওয়েট নেতাদের পেছনে ফেলে দিলেন? এ প্রথমবার বিধায়ক হয়েছেন ভজন। মূলত ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে শুরু হয় সমস্যা। শেষ পর্যন্ত তিন রাজ্যে পর্যবেক্ষক দল নিয়োগ করেন শীর্ষনেতৃত্ব। তারাই স্থির করে মুখ্যমন্ত্রীর নাম। জানা গেছে, গতকাল কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে স্বাগত জানান রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং সিপি জোশী। তখনও বসুন্ধরা হয়ত আন্দাজ করতে পারেননি যে, কী হতে চলেছে। মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন ঢোলপুরের মহারানিও। কিন্তু দুইবারের মুখ্যমন্ত্রী বসুন্ধরাকে সরিয়ে যে প্রথমবারের বিধায়ক ভজনকে মুখ্যমন্ত্রী করা হবে, রাজনীতিকদের বড় অংশও আন্দাজ করতে পারেননি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এ ক্ষেত্রে সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের কথাই মাথায় রেখেছে বিজেপি। আর সে কারণেই ব্রাহ্মণ নেতা ভজনকে করা হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গোবলয়ের রাজ্যগুলোতে জাতপাতের সমীকরণ বড় ভূমিকা নিতে পারে। রাজনীতিকদের একাংশ মনে করছেন, সে কারণে ছত্তীশগড়ে আদিবাসী নেতা বিষ্ণুদেও সাই, মধ্যপ্রদেশে অনগ্রসর (ওবিসি) নেতা মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করার পর রাজস্থানে অগ্রাধিকার দেওয়া ব্রাহ্মণ নেতা ভজনকে। অনেকেই মনে করছেন, এসব নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিজেপি এ সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে শেষ করে দিলেন বিজেপিতে বাজপেয়ি-আদভানি অনুগামী ও অনুগতদের জমানাও। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের তিন সাবেক মুখ্যমন্ত্রী যথাক্রমে রমন সিং, শিবরাজ সিং চৌহান ও বসুন্ধরা রাজেই ছিলেন বাজপেয়ি-আদভানিদের অনুগত। এ পরিবর্তনের মধ্য দিয়ে দল ও সরকারে মোদি-শাহ জুটির পূর্ণ কর্তৃত্বও প্রতিষ্ঠিত হলো।

সর্বশেষ খবর