বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে ২৩ সেনা সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেরা ইসমাইল খানের দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে একদল সন্ত্রাসীর হামলায় সামরিক বাহিনীর ২৩ সেনা নিহত হয়েছেন। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা গতকাল এ খবর জানিয়েছে। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসএসপিআর) জানায়, ছয় সন্ত্রাসী গতকাল সকালে নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়। চেকপোস্টে ঢোকার সন্ত্রাসীদের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হলে তারা সেখানে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটায় এবং এরপর আত্মঘাতী বোমা হামলা চালায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশটি তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর একটি প্রাক্তন ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় পুলিশ কর্মকর্তা কামাল খান জানান, হামলার সময় কয়েকজন জঙ্গি গুলিও চালায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। হামলায় আহত কয়েকজন কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আদনান সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাহিনীর নিহত ২২ জনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

সর্বশেষ খবর