বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আফগানিস্তানকে টপকে আফিম উৎপাদনে শীর্ষে মিয়ানমার

আফগানিস্তানকে টপকে আফিম উৎপাদনে শীর্ষে মিয়ানমার

আফগানিস্তানকে টপকে বিশ্বের এক নম্বর আফিম উৎপাদনকারী দেশ এখন মিয়ানমার। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান শাসিত আফগানিস্তানকে টপকে ২০২৩ সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ এখন মিয়ানমার। জাতিসংঘের মাদক ও অপরাধ দফতরের (ইউএনওডিসি) সর্বশেষ সমীক্ষা অনুযায়ী,  চলতি  বছর  মিয়ানমার  আনুমানিক  ১ হাজার ৮০ টন

আফিম উৎপাদন করেছে। ইউএনওডিসির রিপোর্ট অনুযায়ী, গত বছরের এপ্রিলে তালেবানরা পপি চাষে নিষেধাজ্ঞা জারি করার পর আফগানিস্তানে আফিমের উৎপাদন

প্রায় ৯৫ শতাংশ কমে ৩৩০ টনে দাঁড়িয়েছে। মিয়ানমারে বেশি পপি চাষের কারণ হিসেবে ইউএনওডিসি জানায়, দেশটিতে চলমান গৃহযুদ্ধে আর্থিক বিপর্যয়ের মুখে আফিম উৎপাদনকে আকর্ষণীয় বিকল্প বা জীবিকা নির্বাহের উপায় হিসেবে দেখা হচ্ছে। মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ডের মধ্যে ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ সীমান্ত অঞ্চলটি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক উৎপাদন এবং পাচার, বিশেষত মেথামফেটামিন এবং আফিমের স্বর্গরাজ্য ছিল।

সর্বশেষ খবর