বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাইফার মামলায় অভিযুক্ত ইমরান

সাইফার মামলায় অভিযুক্ত ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ফের সাইফার মামলায় অভিযুক্ত হয়েছেন। খবর জিও নিউজের। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত গতকাল এ দুই নেতাকে অভিযুক্ত করেছেন। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন পিটিআই নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের রায় দিয়েছেন। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি কূটনৈতিক বার্তা পেয়ে তা কখনো ফেরত দেননি। এ নিয়ে তদন্ত করছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। ইমরান খানের দল পিটিআই বারবার দাবি করে আসছে, ওই নথিতে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খানকে যুক্তরাষ্ট্রের হুমকি দেওয়ার প্রমাণ রয়েছে। এর আগে ২৩ অক্টোবর প্রথমবারের মতো এ মামলায় অভিযুক্ত হন ইমরান ও কুরেশি। গত মাসে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন জানান, এ আদালত আদিয়ালা কারাগারেই থাকবে কিন্তু ইমরান খানের বিচার চলবে প্রকাশ্যে।

গতকালও পিটিআইর দুই নেতা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতে উপস্থিত ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং তার বোনেরা। উপস্থিত ছিলেন কুরেশির পরিবারের সদস্যরাও। শুনানির সময় দুই পাতার চার্জশিট পড়ে শোনান বিচারক। এতে বলা হয়, ২৭ মার্চ ইমরান খান একটি গোপন কূটনৈতিক বার্তা জন সমাবেশের সামনে তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে তিনি গোপন কূটনৈতিক বার্তাকে নিজের স্বার্থ হাসিলে ব্যবহার করেছেন। ইমরান খান দাবি করেছেন, মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনীতিক ডনাল্ড লুকে বাঁচাতেই এ গোটা নাটকটি সাজানো হয়েছে।

সর্বশেষ খবর