শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাইডেনের অভিশংসনের পক্ষে ভোট পাস

বাইডেনের অভিশংসনের পক্ষে ভোট পাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ভোট পেয়ে এ তদন্ত পাস হয়েছে। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। প্রেসিডেন্ট বাইডেন তাঁর ছেলে হান্টার বাইডেনের বৈদেশিক ব্যবসা থেকে অন্যায়ভাবে কোনো সুবিধা নিয়েছেন কি না, তা তদন্ত করে দেখবে মার্কিন প্রতিনিধি পরিষদ। তিন মাস আগে অনানুষ্ঠানিকভাবে এ তদন্ত শুরু করেছিল রিপাবলিকানরা। এ তদন্তের পক্ষে তেমন কোনো তথ্য-উপাত্ত নেই দাবি করে হোয়াইট হাউস একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করেছে। বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। এ নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হয়েছিলেন, এখন তিনি চারটি ফৌজদারি মামলার বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রয়টার্স বলছে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের এ উদ্যোগ প্রায় নিশ্চিতভাবে ব্যর্থ হবে। প্রতিনিধি পরিষদে পাস হওয়া অভিশংসন প্রস্তাব এখন যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সিনেট বাইডেনের অভিশংসন অনুমোদন করলে এ হাউসকে অভিযোগগুলোয় প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার জন্য আবার ভোট নিতে হবে আর তাতে দুই তৃতীয়াংশ সিনেটরের সমর্থন লাগবে। কিন্তু সিনেটে ডেমোক্র্যাটদের ৫১টি আর রিপাবলিকানদের ৪৯টি আসন থাকায় সেখানে এ ধরনের সমর্থন প্রায় অসম্ভব। তবে এসব করে রিপাবলিকানদের অন্তত একটি লাভ হবে। ২০২৪ সালের নির্বাচনি প্রচার চলাকালে তারা বাইডেনের বিরুদ্ধে তাঁর কথিত দুর্নীতির অভিযোগগুলো জোর গলায় তুলে ধরতে পারবে। চলতি বছর প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা হয়েছে। এর একটির বিচার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের      সন্তানের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলার বিচার এটি।

সর্বশেষ খবর