শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাশিয়া চাইলে তিন মাসেই ইউক্রেন ধ্বংসস্তূপ হতো : কাদিরভ

ইসরায়েল গাজায় যে পদ্ধতিতে যুদ্ধ করছে রাশিয়া যদি তা করত তাহলে তিন মাসেই গোটা ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হতো। এমন দাবি করেছেন চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ। তিনি বলেন, রাশিয়া চাইলেই তিন মাসেই গোটা ইউক্রেন ধ্বংস হয় যেত। কিন্তু প্রেসিডেন্ট পুতিন আমাদের নির্দেশ দিয়েছেন যাতে অবকাঠামোগুলো অক্ষত থাকে এবং শহরগুলো যতখানি সম্ভব অক্ষত থাকে। তার এমন নির্দেশ না থাকলে আমরা প্রথমেই কিয়েভ দখল করে নিতাম। আমরা কিয়েভ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ছিলাম। কিন্তু ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কোনো ইচ্ছা প্রেসিডেন্টের ছিল না। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ২০২৪ সালের শুরুর দিকেই ইউক্রেন পুরোপুরি পরাজিত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন কাদিরভ। যুদ্ধে ইউক্রেনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ ক্রমশ শেষ হয়ে আসছে। পশ্চিমা দেশগুলোও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে আগের মতো সহায়তা করতে পারছে না। এমন অবস্থায় এই চেচেন নেতা দাবি করেছেন, ইউক্রেন বড়জোর আগামী বছরের বসন্ত কিংবা গ্রীষ্ম পর্যন্ত যুদ্ধ করতে পারবে। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চেচেন যোদ্ধারা। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এ প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ যুদ্ধের প্রথম থেকেই তার মনোযোগ সেদিকে দিয়ে রেখেছেন।

সর্বশেষ খবর