মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিভিন্ন দেশে ফের করোনা সংক্রমণ

বিভিন্ন দেশে ফের করোনা সংক্রমণ

কিছুদিনের বিরতি ফের ভয়ংকর হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বিশ্বজুড়ে ফের ভয় দেখাচ্ছে মারণ ভাইরাস। ইতোমধ্যেই সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে নতুন করোনা-বিধি জারি হয়েছে। গত ৩ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ বেড়ে ৫৬ হাজার ছাড়িয়েছে। তার আগের সপ্তাহেই যা ছিল ৩২ হাজারের কিছু বেশি। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে দেশটিতে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দৈনিক গড়ে হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্তের সংখ্যা ২২৫ থেকে বেড়ে ৩৫০ হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, করোনার ভ্যারিয়েন্টটি জেএন ১ অথবা বিএ.২.৮৬। ভ্যারিয়েন্টটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক অথবা বেশি বিপজ্জনক, এমন প্রমাণ এখনো মেলেনি। জনবহুল জায়গায় মাস্ক পরার পাশাপাশি যারা জটিল শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের বাড়িতে থাকার পরামর্শ এবং অন্যদের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর