মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাইডেনের কনভয়ে গাড়ির ধাক্কা

ফের প্রশ্নের মুখে প্রেসিডেন্টের নিরাপত্তা

বাইডেনের কনভয়ে গাড়ির ধাক্কা

রবিবার অফিস থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের অফিস থেকে বেরোনোর কিছুক্ষণ পরই বাইডেনের কনভয়ের এসইউভিতে এসে ধাক্কা মারে একটি ব্যক্তিগত গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে মাত্র ৪০ মিটার দূরের গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটতেই থামিয়ে দেওয়া হয় পুরো কনভয়। সেডান গাড়ির চালককে ধরে ফেলেন প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা। এদিকে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের তরফে বলা হয়েছে, বৃষ্টির জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, সেডান গাড়িতে ডেলাওয়্যারের নম্বরপ্লেট লাগানো ছিল। এর পরই ফের প্রশ্নের মুখে পড়ল মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা। রবিবার দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গেই গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর