মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে পরিবার বিয়ে বিমুখ তরুণ-তরুণী

দক্ষিণ কোরিয়া সরকার সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে। তাতে বলছে, ২০ ও ৩০ এর কোঠায় থাকা অর্ধেক দক্ষিণ কোরীয় তরুণ-তরুণীরাই বিয়েকে প্রয়োজনীয় মনে করছেন না। আর প্রতি পাঁচ বিবাহিত দম্পতির মধ্যে দুই দম্পতিই বলেছেন, তাদের সন্তানের কোনো প্রয়োজন নেই। অনেকেই বলছেন, ‘আমি কোনো পরিবার চালাতে চাই না, এখনই না, আসলে কখনোই না। আমি কত টাকা আয় করি অথবা আমি যথেষ্ট যোগ্য নই এসব নিয়ে কেউ সারাক্ষণ ঘ্যানঘ্যান করুক, তা আমি চাই না।’ কিম বলেন, উপার্জন করে পরিবার চালানো ভীষণ চাপের কাজ। আর কর্মজীবী স্ত্রী থাকার অর্থ হলো স্ত্রীর হাতেই নিজের জীবনের নিয়ন্ত্রণ তুলে দেওয়া। পার্ক নামের বছর ত্রিশের একজন যুবতী জানালেন, তিনি ও তার স্বামী সন্তান চান না। তিনি বলেন, ‘দুই বছর আগে আমরা বিয়ে করেছি, কিন্তু সন্তান নেওয়ার ইচ্ছা নেই।

সর্বশেষ খবর