মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুইন্সল্যান্ডে বিমানবন্দরে ডুবে আছে বিমান শহরে কুমির

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যা ওই অঞ্চলে হওয়া এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক বন্যায় পরিণত হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। সেখানে কোথাও কোথাও এক বছরে গড়ে যে বৃষ্টিপাত হয় তা মাত্র কয়েক ঘণ্টাতেই হয়েছে বলেও কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল জানিয়েছে বিবিসি। বন্যার কিছু ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যাচ্ছে, বন্যার পানিতে তলিয়ে গেছে কেয়ার্নস বিমানবন্দর। শহরের মাঝখানে বন্যার পানিতে একটি কুমিরকে সাঁতার কাটতেও দেখা গেছে। ভয়াবহ এ পরিস্থিতিতে লোকজন বাসাবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে ছুটছে। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস এবিসিকে বলেছেন, এমন বিপর্যয় আমি স্মরণ করতে পারি না। কেয়ার্নসবাসীর সঙ্গে কথা বলেছি। তারাও বলেছেন জীবনে এমন অবস্থা দেখেননি। তিনি বলেন, যারা ক্রমবর্ধমান পানিতে আটকা পড়েছেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে আছে কেয়ার্নস থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত শহর উউজাল।

জরুরি বিভাগের লোকজন পৌঁছাতে না পারায় একটি হাসপাতালের ছাদে একটি অসুস্থ শিশুকে নিয়ে নয়জন রাত কাটিয়েছেন। তাদের সোমবার উদ্ধার করে অন্য একটি স্থানে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মাইলস বলেছেন, পুরো শহরের মানুষকে সরিয়ে নেওয়া হবে।

সর্বশেষ খবর