মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চিলির নতুন সংবিধান চালুর চেষ্টা গণভোটে ফের বাতিল

চিলিতে স্বৈরতান্ত্রিক শাসনের সময়কার সংবিধানের বদল ঘটিয়ে নতুন সংবিধান চালুর চেষ্টা আবার ব্যর্থ হলো। প্রায় ১০০ ভাগ গণনার পর দেখা গেছে দেশটির ৫৫ দশমিক ৭৬ শতাংশ এই পরিবর্তন মানতে চাননি। ৪২ দশমিক ৭৬ শতাংশ এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। বামপন্থি প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ বলেছেন, দেশ দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। এই ফলাফল দেখিয়ে দিচ্ছে, যে কেউ খসড়া তৈরি করলেই জনগণ তা মেনে নেবে না। দুই বছরের মধ্যে দ্বিতীয়বার সংবিধান পরিবর্তনের খসড়া বাতিল করলেন চিলির ভোটদাতারা। ফলে সামরিক শাসক অগাস্তো পিনোশের সময়কার সংবিধান বদল করার প্রয়াস দ্বিতীয়বার ব্যর্থ হলো। চিলির নতুন সংবিধান চালুর চেষ্টা আবার ব্যর্থ হলো। ২০১৯ সালে দেশটিতে সংবিধান সংস্কারের দাবিতে বিশাল বিক্ষোভ হয়। এর বেশির ভাগই ছিলেন তরুণ তরুণী। এই বিক্ষোভের মাধ্যমে ক্ষমতায় বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান চালু করার চেষ্টা হয়। ২০২০ সালে প্রথম নতুন সংবিধান গণভোটে দেওয়া হয়। তখন এর পক্ষে ছিলেন শতকরা ৮০ ভাগ মানুষ। অতি-দক্ষিণপন্থি রিপাবলিকান পার্টির করা এই সংবিধান পরিবর্তনের চেষ্টা যে বাতিল হবে, সেটা প্রত্যাশিতই ছিল। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে বামপন্থিরা পরিবেশগত সুরক্ষা, গর্ভপাতের অধিকার দিতে চেয়ে যে খসড়া করেছিল, সেটাও বাতিল হয়েছিল। অতি-দক্ষিণপন্থিদের খসড়া মানুষ মেনে নিলে প্রেসিডেন্ট বরিচ ধাক্কা খেতেন। কারণ, তার কর ও পেনশন ব্যবস্থার সংস্কারের কাজ করাটা আর সম্ভব হতো না।

সর্বশেষ খবর