বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার কোনো সমস্যা ছিল না কিন্তু এখন হবে : পুতিন

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার কোনো সমস্যা ছিল না কিন্তু এখন হবে : পুতিন

রুশবিরোধী সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ায় ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সমস্যা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। চলতি বছর ন্যাটো জোটে যোগ দেয় ফিনল্যান্ড। ফিনল্যান্ডের সঙ্গে ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। সিএনএন জানিয়েছে, প্রতিবেশী ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়াকে ভালোভাবে দেখছেন না পুতিন। রবিবার পুতিন এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমারা ফিনল্যান্ডকে টেনে ন্যাটোতে ঢুকিয়েছে। কিন্তু কেন? আমাদের কি ফিনল্যান্ডের সঙ্গে কোনো সংঘাত ছিল? তাদের সঙ্গে সীমানা নিয়ে যত সমস্যা ছিল তা গত শতকের মাঝামাঝি সময়েই সমাধান হয়ে গেছে। এর পরই রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের সঙ্গে এত দিন কোনো সমস্যা না থাকলেও এখন সমস্যা হবে। কারণ আমরা এখন সেখানে লেনিনগ্রাদ মিলিটারি ডিস্ট্রিক্ট তৈরি করব। সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হবে। রোসিয়া-১ গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন আরও বেশ কিছু ইস্যুতে কথা বলেছেন। ইউক্রেন যুদ্ধে জয়ের পর রাশিয়া ন্যাটো দেশগুলোকে আক্রমণ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তাকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে আখ্যায়িত করেছেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার কোনো কারণই নেই ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার।

সর্বশেষ খবর