বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটে বিশ্বের সেরা বিমানবন্দর ইস্তাম্বুল

ভোটে বিশ্বের সেরা বিমানবন্দর ইস্তাম্বুল

বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্ট। আমেরিকার পর্যটন ও বেসামরিক বিমান চলাচলের ম্যাগাজিন গ্লোবাল ট্রাভেলারের সমীক্ষায় এই স্বীকৃতি পেল তুর্কি বিমানবন্দরটি। বিশ্বের সেরা বিমানবন্দরের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে শীর্ষে রয়েছে  ইস্তাম্বুল এয়ারপোর্ট। সেগুলো হলো- বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা, বিমানবন্দরে কেনাকাটা এবং করহীন কেনাকাটা। জানা গেছে, সমীক্ষাটিতে অংশ নিয়েছিলেন মোট ৫ লাখ মানুষ, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। ২০১৮ সালের ২৯ অক্টোবর তুরস্কের ৯৫তম প্রজাতন্ত্র  দিবসে প্রেসিডেন্ট রিসেপ  তাইয়েপ এরদোগান বিমানবন্দরটি উদ্বোধন করেন।

সর্বশেষ খবর