বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

লন্ডনের চেয়ে আড়াই গুণ হিমশৈল গলছে দ্রুত

পরিবেশ নিয়ে নানা ভীতিকর তথ্যের মধ্যে আরেকটি সংকটের কথা বলছে বিজ্ঞানীরা। প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার আয়তনের একটি হিমশৈল, দিল্লির আয়তনের  তিন গুণ, নিউইয়র্ক সিটির আয়তনের সাড়ে তিন গুণ এবং লন্ডনের   আড়াই গুণ আয়তনের আন্টার্কটিকা থেকে সমুদ্রের দিকে চলে গেছে। এটি ৩৭ বছরে প্রথমবারের মতো ঘটছে। এর গতিবিধি নিয়ে উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, এটিও জলবায়ু পরিবর্তনের একটি ফল।

১৮৮০ সাল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৯ ইঞ্চি বেড়েছে। যার এক-চতুর্থাংশ হিমশৈল গলা পানিও রয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা এ পরিবর্তনটিকে সামুদ্রিক প্রাণী, জাহাজ, ছোট দ্বীপ ইত্যাদির জন্য একটি বড় বিপদের ঝুঁকি হিসেবে দেখছেন। এ হিমশৈলটি অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর আয়তন ৪ হাজার বর্গকিলোমিটারেরও বেশি। এটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও স্থিতিশীল ছিল। এখন ৩৭ বছর পর, এটি তার জায়গা ছেড়ে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে ক্রমশ মিশে যাচ্ছে।

সর্বশেষ খবর