বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের আগে এক টেবিলে মোদি-মমতা

নির্বাচনের আগে এক টেবিলে মোদি-মমতা

অবশেষে নির্বাচনের আগে আলোচনার টেবিলে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল সকালে সংসদ ভবনে এ বৈঠক করেন তারা। এ সময় মমতার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তার দলের ১০ জন সংসদ সদস্য। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোদিকে ধন্যবাদ জানান মমতা।

বকেয়া টাকার দাবি জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগে যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে, তখন এই সাক্ষাতে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে ভারতীয় গণমাধ্যম জানায়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মমতার সঙ্গে কুশল বিনিময় করতে ভোলেননি মোদি। মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্যের খবরও নিয়েছেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন- বৈঠকে প্রধানমন্ত্রীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র-রাজ্য বৈঠকের একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। সময়ের মধ্যে যেন আলোচনা শেষ হয়। নইলে বাংলার গরিব মানুষ দীর্ঘ সময় ধরে বঞ্চিত হচ্ছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হ্যাঁ, সময় বেঁধে সমাধানের পথ খোঁজা হবে।’

সর্বশেষ খবর