বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চীনের মধ্যস্থতায়ও রক্ষা পাচ্ছে না মিয়ানমার জান্তা সরকার

‘অপারেশন ১০২৭’। মিয়ানমার সেনার বিরুদ্ধে বিদ্রোহী জোটের শুরু করা অভিযানের পোশাকি নাম। গত মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করা অভিযানের জেরে ইতোমধ্যেই সে দেশের প্রায় অর্ধেক বিদ্রোহীদের দখলে চলে গেছে। এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় কোণঠাসা দেশটির জান্তা সরকারকে সাহায্য করতে এগিয়ে আসে চীন। কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হতে চলেছে। তিন বিদ্রোহী গোষ্ঠী ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)’-এর নয়া জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’ সে দেশের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। অক্টোবর মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে জাতিগত ওই তিনটি সশস্ত্র সংগঠন জোট করেই সফলতা পেয়েছে। বিদ্রোহীদের আক্রমণে এ পর্যন্ত কমপক্ষে চারটি সামরিক ঘাঁটি, ৩০০টি সেনাচৌকি এবং বেশ কয়েকটি বড় শহরের পতন হয়েছে। এ পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে চীনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা যুদ্ধবিরতির জন্য সক্রিয় হয়েছিলেন। কিন্তু বেজিংয়ের সেই উদ্যোগ বিফল হতে চলেছে বলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইউএস ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) জানিয়েছে। তাদের রিপোর্ট বলছে, ব্রাদারহুড অ্যালায়ান্স এবং আরও দুটি সশস্ত্র গোষ্ঠী মিলে জান্তা সেনার ওপর হামলা চালাতে ‘ব্রিগেড ৬১১’ নামে একটি বাহিনী গঠন করেছে। দেশের বিভিন্ন প্রান্তের জনজাতিদের নিয়ে গঠিত হয়েছে ওই বাহিনী। তারাই এ মুহূর্তে রয়েছে লড়াইয়ের প্রথম সারিতে।

সর্বশেষ খবর