শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

করোনায় নতুন স্ট্রেন কতটা ভয়ংকর

করোনায় নতুন স্ট্রেন কতটা ভয়ংকর

করোনার সাব-ভ্যারিয়েন্ট জেএন-১ এর নামকরণ করল হু। তবে নতুন এই সাব-ভ্যারিয়েন্টের প্রভাব ভয়ংকর নয় বলে করা হয়েছে আশ্বস্ত। বড়দিন ও বর্ষবরণের আগে নতুন আতঙ্ক তৈরি হয়েছে করোনার। সেই সঙ্গে দেওয়া হয়েছে আশার আলোও। তারা জানিয়েছে, মানব শরীরে এই সাব-ভ্যারিয়েন্টের প্রভাব ভয়ংকর নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এর আগে যেসব সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল, তাদের মতো ক্ষতিকারক নয় জেএন-১। তবে করোনা বিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি কভিড টিকা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বর্তমানে করোনার যেসব প্রতিষেধক আছে, তা নিলে এর সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ৮ ডিসেম্বর পর্যন্ত মার্কিন মুলুকে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। শুধু আমেরিকা নয়, কভিডের নতুন সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে চীন ও ভারতেও।

সর্বশেষ খবর