শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেশি উত্ত্যক্ত করলে পরমাণু বোমা মারতে দ্বিধা করব না : কিম

বেশি উত্ত্যক্ত করলে পরমাণু বোমা মারতে দ্বিধা করব না : কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, কোনো শত্রু যদি পারমাণবিক অস্ত্র দিয়ে উসকানি দেয় তাহলে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না। গতকাল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে। আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সেনাদের মহড়া চলাকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কিম জং। তিনি বলেন, এবারের ক্ষেপণাস্ত্র মহড়া একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে, শত্রুরা যদি কোনো রকমের উসকানি সৃষ্টির চেষ্টা করে তাহলে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাতে দ্বিধা করবে না। কিম এ মন্তব্য করেন যখন তিনি সামরিক ক্ষেপণাস্ত্র ব্যুরোর জন্য কাজ করা সৈন্যদের সঙ্গে দেখা করেন এবং পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়ার জন্য তাদের অভিনন্দন জানান। কেসিএনএ জানায়, এই পরীক্ষাটি সশস্ত্র বাহিনীর আনুগত্য ও দৃঢ় অবস্থানের প্রমাণ দিয়েছে এবং পাশাপাশি এটি ‘আক্রমণাত্মক প্রতিরোধের মোড এবং ডিপিআরকে-এর পারমাণবিক কৌশল ও মতবাদের বিবর্তনের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

সর্বশেষ খবর