শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাজারবার ভূমিকম্প, লাভার স্রোত

একের পর এক ভূমিকম্প। কয়েক ঘণ্টায় তা ১০০০ বার। তার জেরে অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডের ওপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত। সামনে এলো একাধিক ছবি এবং ভিডিও, যার মাধ্যমে সেখানকার বর্তমান পরিস্থিতি অনুধাবন করা যাচ্ছে। আইসল্যান্ডের পরিবেশ বিভাগ জানিয়েছে, পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। তার জেরেই অগ্ন্যুৎপাত ঘটে। তার পর থেকে, কয়েক মাস ধরে লাভার স্রোত বয়ে চলেছে। এর মধ্যে প্রায় এক ঘণ্টায় প্রায় ৭০০ বার ভূমিকম্প অনুভূত হয় আইসল্যান্ডে। তার পর, ১০ জুলাই থেকে অগ্ন্যুৎপাত ঘটে সেখানে। সেই থেকে এখনো লাভার স্রোতে বিরাম নেই। আইসল্যান্ডের রাজধানী রেকেভ্যাকের দক্ষিণে লিটল-হ্রুটুর আগ্নেয়গিরি, যা লিটল-রাম নামেও পরিচিত, তা থেকে একনাগাড়ে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। যে গ্রিন্ডাভিক শহরের ওপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত, ঢের আগেই খালি করে দেওয়া হয়েছে সেটি। সেখানে প্রায় ৩০০০ মানুষের বাস।

সর্বশেষ খবর