শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রাগে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ১০

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কেন্দ্রস্থলে একটি বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় ১০ জন নিহত এবং ‘কয়েক ডজন’ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ বন্দুকধারীকে হত্যা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কক্ষের লাইট বন্ধ করে দরজার সামনে আসবাব দিয়ে ব্যারিকেড তৈরি করতে বলেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী টার্গ প্যাশেন্স ঘটনাস্থলের কাছের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তিনি ‘মুহুর্মুহু গোলাগুলির’ আওয়াজ পেয়েছেন বলে জানিয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসি জানায়, চার্লস বিশ্ববিদ্যালয়টি প্রাগের ওল্ড টাউনে অবস্থিত। আকর্ষণীয় পর্যটনস্থল ঐতিহাসিক চার্লস ব্রিজের কাছে এর অবস্থান।

সর্বশেষ খবর