শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
২২ মাসের যুদ্ধ কেড়েছে বহু প্রাণ

ভয়ংকর চিত্র রাশিয়া ইউক্রেনের লড়াইয়ে

ভয়ংকর চিত্র রাশিয়া ইউক্রেনের লড়াইয়ে

ইউক্রেনের দাবি, এই যুদ্ধে রাশিয়ার অন্তত সাড়ে ৩ লাখ সেনা ও সেই সঙ্গে অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে।

ইউক্রেনের বেশ কিছু শহর এখনো দখলে রেখেছে রুশ বাহিনী। দুই দেশের সেনার এই যুদ্ধে প্রচুর সাধারণ মানুষেরও প্রাণহানি হয়েছে। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস মনিটরিং মিশনের দাবি, এই যুদ্ধে অন্তত ১০ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬০টি শিশুও রয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ২০ হাজারের কাছাকাছি। যুদ্ধে প্রচুর বাড়ি ধ্বংস হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার একাধিক মিসাইল জনবসতিগুলোর ওপর আঘাত হেনেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২২ মাস অতিক্রম করেছে। গুলি-বোমার শব্দের সঙ্গে বারুদের গন্ধ যেন চেনা পরিচিত হয়ে উঠেছে ইউক্রেনের রাশিয়া সংলগ্ন সীমান্তবর্তী শহরগুলোর। এই যুদ্ধের শেষ কবে কেউ বলতে পারছে না। বিশ্বের বিভিন্ন পক্ষ এবং দেশের তরফে মধ্যস্থতার চেষ্টা হয়েছে। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টো গতকাল শেষ পাওয়া খবর অনুযায়ী ইউক্রেনের একাধিক শহরে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। আর মস্কোর আকাশে একাধিক ইউক্রেনের ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ২০২২ সালে ফেব্রুয়ারির ২৪ তারিখ বিশ্বকে অবাক করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার লাখ লাখ সেনা বেলারুশ, ক্রিমিয়া বর্ডার থেকে ইউক্রেনে প্রবেশ করতে থাকে। পাল্টা জবাব দেয় ইউক্রেনের বাহিনীও। দুই পক্ষের সেনারই বিরাট ক্ষতি হয়েছে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে। ২০২৪ সাল শুরু হতে আর মাত্র কটা দিন বাকি। সামনের বছর এই যুদ্ধের রেশ কতটা থাকবে, তা সময়ই উত্তর দেবে। কিন্তু এই যুদ্ধের জেরে যে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে তা স্পষ্ট। এক মিডিয়ার প্রতিবেদন অনুসারে, রুশ নারীরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। কারও স্বামী, কারও বাবা কিংবা ভাই, কারও বা সন্তান যুদ্ধে গেছেন। অবিলম্বে যাতে তাদের ফেরত আনা যায় তার জন্যই প্রশাসনের কাছে জানাচ্ছেন তারা।

সর্বশেষ খবর