শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
১৫ কোটি ডলার জরিমানা

‘দেউলিয়া’ হতে চান ট্রাম্পের সাবেক আইনজীবী

‘দেউলিয়া’ হতে চান ট্রাম্পের সাবেক আইনজীবী

দেউলিয়া হওয়ার আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জিউলিয়ানি। জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীকে মানহানি করার দায়ে তাকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছিলেন দেশটির একটি আদালত। এর ঠিক কয়েকদিন পরই এই জরিমানা এড়াতে দেওলিয়া হওয়ার আবেদন করেছেন তিনি। গতকাল রয়টার্স জানান, জিউলিয়ানি ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীর বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন। নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের আইনি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন জিউলিয়ানি। দেউলিয়া হওয়ার আবেদনপত্রে তিনি বলেন, তার ১০ থেকে ৫০ কোটি ডলার ঋণের বোঝা রয়েছে যেখানে তার সম্পদের পরিমাণ মাত্র ১০ লাখ থেকে ১ কোটি ডলার সমপরিমাণ। জিউলিয়ানির একজন মুখপাত্র টেড গুডম্যান বলেছেন, ‘মেয়র রুডি জিউলিয়ানি এত বড় জরিমানার অর্থ প্রদান করতে সক্ষম হবেন কোনো ব্যক্তিই যুক্তিসঙ্গতভাবে তা বিশ্বাস করতে পারেনি’।

সর্বশেষ খবর