শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভারতে ফের ছড়াচ্ছে কভিড

দুই দিনে মৃত ৭ আক্রান্ত ৩ হাজার

দুই দিনে মৃত ৭ আক্রান্ত ৩ হাজার

ভারতে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে গতকাল ৬৪০ জন করোনা সংক্রমিত খুঁজে পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এখন ২ হাজার ৯৯৭ জন কভিড আক্রান্ত রয়েছেন। যারা মারা গেছেন গত দুই দিনে, তাদের বেশির ভাগই গুরুতর অসুস্থ ছিলেন আগে থেকেই। তবে এখনো এটিকে কভিডের নতুন ঢেউ বলে চিহ্নিত করছেন না বিজ্ঞানীরা।

সব থেকে বেশি মৃত এবং সংক্রমিত কেরালায়। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন কভিড রোগী পাওয়া গেছে। কেরালা ছাড়াও তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, রাজস্থান এবং পাঞ্জাবেও করোনা রোগী পাওয়া গেছে। নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে কতজন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন১-এ আক্রান্ত, তা জানার জন্য লালারসের নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হচ্ছে নিয়মিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্য সতর্কতা তুলে নেওয়ার সাত মাস পরও নিজের অবস্থান জানান দিয়ে চলেছে করোনাভাইরাস। ভারত ছাড়াও বিশ্বব্যাপী অনেক দেশেই করোনা বাড়ছে।

সর্বশেষ খবর