রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
লোকসভা নির্বাচন ২০২৪

ইন্ডিয়া জোটে মতবিরোধ

দীপক দেবনাথ, কলকাতা

ইন্ডিয়া জোটে মতবিরোধ

আগামী বছর লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে উৎখাত করতে তৈরি হয়েছিল বিরোধীদলের জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ইন্ডিয়া। কিন্তু ভোটের আগেই নানা বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে এ জোটে।

লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ‘ইন্ডিয়া’ জোটের মুখপাত্র হিসেবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাবনার পরই বেঁধেছে যত বিপত্তি। গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ২৮ দলের জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠকে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খাড়গের নাম প্রস্তাব করেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আর সেই প্রস্তাবে সম্মতি জানান অরবিন্দ কেজরিওয়ালের দল ‘আম আদমি পার্টি’ (আপ)-সহ প্রায় ১২টি দল। খাড়গের নাম প্রস্তাবের পরই একদিকে যেমন অস্বস্তিতে পড়েছে কংগ্রেস, তেমনি কয়েকটি দল অসন্তোষও প্রকাশ করেছে। সবচেয়ে বেশি অখুশি জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লির বৈঠকে খাড়গের নাম প্রস্তাবের পরই সেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন জেডিইউ নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কারণ অন্যতম জননেতা হিসেবে নীতিশ কুমারেরও প্রধানমন্ত্রী পদের সুপ্ত বাসনা রয়েছে, যদিও প্রকাশ্যে তিনি কখনই এ কথা বলেননি। এমন এক পরিস্থিতিতে মমতাকে সমালোচনা করতে ছাড়েনি সিপিআইএমও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সরাসরি মমতাকে বিজেপির এজেন্ট বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘ইন্ডিয়া জোট মানেই তৃণমূল নয়। ওরা কখন কেটে পড়বে আপনারা অপেক্ষায় থাকুন। জোটের ট্রেন শিয়ালদা থেকে ছাড়লেও দিল্লি পর্যন্ত এই ট্রেন যাবে না। মাঝ রাস্তায় চেইন টেনে তিনি (মমতা) দাঁড়িয়ে পড়বেন। আসলে বিজেপির কিছু এজেন্ট দরকার। তাই জোটটাকে মাঝপথে ঘেঁটে দেওয়ার জন্য উনি (মমতা) বিজেপির এজেন্ট হয়েছেন।’

এদিকে জোটে বিপদের আঁচ বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘প্রথম দলিত প্রধানমন্ত্রী হিসেবে খাড়গের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর