রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফ্রান্সে এয়ারবাসের খাবার খেয়ে ৭ শতাধিক কর্মী অসুস্থ

ফ্রান্সে এয়ারবাসের খাবার খেয়ে ৭ শতাধিক কর্মী অসুস্থ

ফ্রান্সে বড়দিন উপলক্ষে এয়ারবাস আটলান্টিকের আয়োজিত নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়েছেন প্রতিষ্ঠানের সাত শতাধিক কর্মী। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্বাস্থ্য সংস্থা এআরএস জানিয়েছে, ফ্রান্সের পশ্চিমাঞ্চলে এয়ারবাস আটলান্টিকের কর্মীরা বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। খাবারের মেনুতে কী ছিল তা স্পষ্ট জানা যায়নি। এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে তাদের ১৫ হাজার কর্মী কাজ করেন। শুক্রবারের এক বিবৃতিতে জানানো হয়, নৈশভোজের পর ওই কর্মীরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সংস্থাটি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার উৎস খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হচ্ছে। বিশ্বে এয়ারবাসের কর্মী ১ লাখ ৩৪ হাজার। বিমান, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ এবং নিরাপত্তা শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে এই প্রতিষ্ঠান। এ বছরের শুরুর দিকে ফ্রান্সে একটি পৃথক ঘটনায় রেস্তোরাঁয় খাবার গ্রহণের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং এক গ্রিক নাগরিক মারা যান।

সর্বশেষ খবর