রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সাহায্য চাইতে গিয়ে পুলিশের হাতে তরুণী খুন

যুক্তরাষ্ট্রে সাহায্য চাইতে গিয়ে পুলিশের হাতে তরুণী খুন

ঘটনাটি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের। সেখানে পারিবারিক সমস্যা সমাধানে থানায় ফোন করে নিজেই পুলিশ সদস্যের হাতে খুন হলেন এক মার্কিন কৃষ্ণাঙ্গ নারী। জানা গেছে, ৪ ডিসেম্বর ২৭ বছরের নিয়ানি ফিনলেসন নামে ওই কৃষ্ণাঙ্গ নারী পারিবারিক সমস্যা সমাধানে ৯১১-এ ফোন দিলে পুলিশ তার বাড়িতে পৌঁছানোর পর পুলিশের গুলিতেই ওই নারী প্রাণ হারান। খবর দ্য গার্ডিয়ানের। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তার বাড়িতে পৌঁছানোর পর ভিতর থেকে কেউ সাড়া না দেওয়ায় পুলিশ দরজা ভেঙে প্রবেশ করে। ভিতরে পুলিশ দেখতে পান ওই নারী বড় একটি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তার ৯ বছরের মেয়েকে সাবেক প্রেমিক মেরেছে। এজন্য তিনি এখন তার প্রেমিককে হত্যা করবেন। এই বলে তিনি প্রেমিকের দিকে ছুরি নিয়ে দৌড়ে গেলে পুলিশ তাকে গুলি করে। পরে ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই নারীর মেয়ে জানিয়েছে, পুলিশ মিথ্যা তথ্য দিচ্ছে। তার মা কখনই ছুরি হাতে কাউকে মারতে যায়নি। বরং পুলিশই বিনা দোষে তাকে গুলি করে হত্যা করেছে। মেয়েটি আরও বলে, ‘আমার দুই বছরের বোন, মা কোথায় আছে জিজ্ঞাসা করছে। কিন্তু আমি তাকে এখন কি উত্তর দিব’। জানা যায়, ওই একই পুলিশ সদস্য শেলটন ২০২০ সালেও পারিবারিক সমস্যা নিয়ে এক ব্যক্তিকে সাহায্যে গিয়ে তাকে হত্যা করে।

সর্বশেষ খবর