রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৩০৩ ভারতীয়সহ উড়োজাহাজ আটকাল ফ্রান্স

মানব পাচার হচ্ছে সন্দেহে ৩০৩ ভারতীয় যাত্রীসহ নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ আটক করেছে ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে, জানিয়েছে ফ্রান্সের গণমাধ্যম। ভাড়া করা এয়ারবাস এ৩৪০ উড়োজাহাজটি রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের। সেটি সংযুক্ত আরব আমিরাত থেকে রওনা হয়েছিল। যাওয়ার কথা ছিল নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায়। টেকনিক্যাল কারণে উড়োজাহাজটি ফ্রান্সের মার্নে ডিপার্টমেন্টের ভাত্রি বিমানবন্দরে নামে।

প্যারিসের তদন্তকারী কৌঁসুলিরা জানিয়েছেন, উড়োজাহাজটি কিছু যাত্রী ‘মানব পাচারের শিকার হচ্ছেন’, অজ্ঞাত সূত্রে এমন খবর পেয়ে কর্তৃপক্ষ বিমানটি আটক করে। এরপর পুলিশ ছোট এই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে রাখে বলে জানিয়েছে বিবিসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আটকের পর দিন ফ্রান্সের পুলিশ উড়োজাহাজ থেকে আটক করা দুজনকে তাদের হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের শর্ত ও উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। উড়োজাহাজটির কিছু যাত্রী অবৈধ অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। মার্নের প্রিফেক্ট দফতর এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে যাত্রীদের উড়োজাহাজটিতেই থাকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু পরে বিমানবন্দরের আগমন লাউঞ্জে বিছানার ব্যবস্থা করে সেটিকে অপেক্ষাগারের রূপ দেওয়া হয়। লিজেন্ড এয়ারলাইন্সের আইনজীবী লিলিয়ানা বাকায়োকো ফরাসি একটি সংবাদ চ্যানেলকে বলেছেন, তারা ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তারা আশা করছেন, উড়োজাহাজটি আগামী কয়েকদিনের মধ্যে গন্তব্যের উদ্দেশে উড়াল দিতে পারবে।

সর্বশেষ খবর