সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রযুক্তি রপ্তানি বন্ধ করে বিশ্বকে বিপাকে ফেলেছে চীন

প্রযুক্তি রপ্তানি বন্ধ করে বিশ্বকে বিপাকে ফেলেছে চীন

বিশেষ চুম্বক তৈরির গুরুত্বপূর্ণ প্রযুক্তি আর দেশের বাইরে পাঠাতে চায় না চীন। সম্প্রতি তাদের এ ঘোষণায় মাথায় হাত পশ্চিমা দুনিয়ার। কারণ ওই প্রযুক্তির ওপরে বিশ্বের শিল্প-বাণিজ্য নির্ভর করে আছে।

সম্প্রতি শি জিন পিংয়ের তেমনই এক সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। যা পশ্চিমা বিশ্বকে রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে। বিরল খনিজ উপাদানের (রেয়ার-আর্থ মেটেরিয়াল) আঁতুড়ঘর চীন। ওই খনিজ উপাদান শক্তিশালী চুম্বক তৈরিতে কাজে লাগে। এ বিশেষ খনিজ উপাদানের জন্য চীনের ওপর নির্ভরশীল বিশ্বের একটা বড় অংশ। খনি থেকে পাওয়া ১৭টি গুরুত্বপূর্ণ ধাতুকে বলা হয় বিরল খনিজ উপাদান। যা দিয়ে তৈরি করা হয় শক্তিশালী চুম্বক। সাধারণ চুম্বকের চেয়ে তা অনেক আলাদা। এ চুম্বক চিরস্থায়ী। অর্থাৎ সাধারণ চুম্বকের মতো তার চৌম্বকশক্তি সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় না। এ ধরনের শক্তিশালী চুম্বক ব্যবহৃত হয় বৈদ্যুতিক যানবাহন, বায়ুকল এবং অন্য অনেক গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে। যে কোনো ভারী শিল্পে এসব যন্ত্রপাতি অপরিহার্য। ফলে শিল্প ব্যবস্থায় বিভিন্ন দেশ, বিশেষত পশ্চিমা দেশগুলো চুম্বকের জন্য চীনের ওপর নির্ভর করে থাকে। সেখান থেকেই সম্প্রতি হাত গুটিয়ে নিয়েছেন শি জিন পিং। উপাদান নিষ্কাশনের প্রযুক্তি রপ্তানি করা আগেই বন্ধ করেছিল চীন। এবার বেইজিং জানিয়ে দিল, তারা চুম্বক তৈরির মূল প্রযুক্তিটিও দেশের বাইরে পাঠাবে না। স্যামারিয়াম-কোবাল্ট চুম্বক, নিয়োডিমিয়াম-আয়রন-বোরন চুম্বক, সেরিয়াম চুম্বকের মতো গুরুত্বপূর্ণ চুম্বক তৈরি হয় বিরল খনিজ উপাদান দিয়ে। চীনের সিদ্ধান্তে ব্যবসায় কোপ পড়বে বলে মনে করছেন অনেকে। চীনা খনিজ উপাদানের ওপর আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ নির্ভরশীল। জিন পিংয়ের সিদ্ধান্ত তাই ভূ-রাজনৈতিক উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। রয়টার্স

 

সর্বশেষ খবর