সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিষ প্রয়োগের ২৯ বছর পর নারীর মৃত্যু

অজানাই রয়ে গেল রহস্য

বিষ প্রয়োগের ২৯ বছর পর নারীর মৃত্যু

বিষ প্রয়োগের ২৯ বছর পর পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় মারা গেছেন ঝু লিং নামের এক চীনা নারী। শুক্রবার ৫০ বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর ফলে তাকে বিষ প্রয়োগের বিষয়টি ‘৩০ বছর’ পরও রহস্যময় থেকে গেল। ১৯৯৪ সালে ২০ বছর বয়সে ভয়ংকর রাসায়নিক থ্যালিয়াম প্রয়োগের শিকার হন ঝু লিং। যে সময় তার শরীরে থ্যালিয়াম প্রয়োগ করা হয়, ওই সময় তিনি বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষার্থী ছিলেন। ২৯ বছর আগেই ওই বিষ প্রয়োগের পর তার দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া ছাড়াও মস্তিষ্ক অকার্যকর হয়ে যায় এবং তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। ২৪ ঘণ্টাই তাকে দেখভাল করতে হতো। বছরের পর বছর এ অবস্থায় থাকার পর অবশেষে ৫০ বছর বয়সে মারা গেছেন ঝু লিং। কিন্তু তিনি কীভাবে বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন সে রহস্য উদঘাটন হয়নি আজও। ঝু লিংকে বিষ প্রয়োগের ঘটনায় আজ পর্যন্ত কেউ অভিযুক্তও হয়নি। লিংয়ের ক্লাসমেট ও রুমমেট সুন উয়ের বিরুদ্ধে তদন্ত হলেও তারা অভিযুক্ত হননি। ১৯৯৭ সালে পুলিশ সুনের বিরুদ্ধে তদন্ত চালালেও পরে পর্যাপ্ত প্রমাণের অভাবে সন্দেহের  তালিকা থেকে বাদ দেওয়া হয় তাকে। পাশাপাশি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছিলেন তিনি। বদলে ফেলেছিলেন নামও। ১৯৯৪ সালের  শেষের দিকে ঝু লিং পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেছিলেন। তার চুল পড়ে যাচ্ছিল। কয়েক মাস পর তিনি কোমায় চলে যান। চিকিৎসকরা পরে নিশ্চিত হন যে, ঝু লিংকে বিষাক্ত থালিয়াম প্রয়োগ করা হয়েছে। নরম এ রাসায়নিক পদার্থটি পানিতে সহজেই মিশে যায় এবং এটি স্বাদ-গন্ধহীন। বিবিসি

সর্বশেষ খবর