সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভেনেজুয়েলাকে শাসাতে গায়ানায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

ভেনেজুয়েলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক তলানিতে যুক্তরাষ্ট্রের। একই পথে যুক্তরাজ্যও। একই সঙ্গে প্রতিবেশী গায়ানার একটি অঞ্চল নিয়ে দ্বন্দ্ব রয়েছে ভেনেজুয়েলার। তারই অংশ হিসেবে এবার ভেনেজুয়েলাকে শাসাতে গায়ানায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। দেশটির প্রতি কূটনৈতিক ও সামরিক সহায়তার প্রতীক হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওই অঞ্চলে রয়েছে ব্যাপক তেল ও খনিজ সম্পদ। ফলে ওই এলাকা ফেরত চায় ভেনেজুয়েলা। বিবিসি জানিয়েছে, এমন প্রেক্ষাপটে গায়ানার সমর্থনে সেখানে একটি যুদ্ধজাহাজ পাঠাবে ব্রিটেন। বড়দিনের পর গায়ানায় একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইক্সএমএস ট্রেন্ট। গায়ানা কমনওয়েলথ সদস্য এবং দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষাভাষীর দেশ। ব্রিটেন যে জাহাজটি পাঠাচ্ছে তা একটি প্যাট্রোল জাহাজ। এর আগে এটিকে ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারীদের ধরতে মোতায়েন করা হয়েছিল। তবে ভেনেজুয়েলার সরকার সম্প্রতি এসেকুইবো অঞ্চলের প্রতি তাদের দাবি নতুন করে উত্থাপন করেছে। এর পরই নতুন উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে সেখানে। ভেনেজুয়েলা ওই এলাকা দখলে অভিযান চালাতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। ১৯৮২ সালের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর কখনো কোনো যুদ্ধ দেখা যায়নি। সম্প্রতি ৬১ হাজার বর্গমাইলের এ বিশাল অঞ্চলটিকে নিজের মানচিত্রে যুক্ত করেছে ভেনেজুয়েলা। এটি গায়ানার মূল ভূখন্ডের দুই-তৃতীয়াংশ।

সর্বশেষ খবর