সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্ভুল মৃত্যুর তারিখও জানাবে এআই

নির্ভুল মৃত্যুর তারিখও জানাবে এআই

মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে পূর্বাভাস দেবে এমন একটি শক্তিশালী মেশিন লার্নিং অ্যালগরিদম নিয়ে কাজ করছেন ডেনমার্কের গবেষকরা। নতুন এ প্রযুক্তি জানিয়ে দিতে পারে আপনার সম্ভাব্য মৃত্যু সময়! গবেষণাটি ন্যাচার কম্পিউট্যাশনাল সায়েন্সের একটি জার্নালে প্রকাশিত। ‘লাইফটুভেক’ নামের এ মেশিন লার্নিং অ্যালগরিদম মডেলটি একজন মানুষের জীবনে ঘটে যাওয়া নানা দিক ও ফলাফল সম্পর্কে নির্ভুল ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের অধ্যাপক সুনে লেহম্যান বলেন, ‘আমরা যে কোনো ধরনের ভবিষ্যদ্বাণী করতে সক্ষম।’ যদিও গবেষকরা জানিয়েছেন, বর্তমানে মডেলটি এখনো রিসার্চ প্রটোটাইপ হিসেবে আছে, বাস্তব জীবনে এখনো প্রয়োগ করা হয়নি। লেহম্যান এবং তার সহগবেষকরা ডেনমার্কের জাতীয় রেজিস্ট্রার থেকে ৬০ লাখ মানুষের বৈচিত্র্যময় একটি বিবরণ সংগ্রহ করেন। এর মধ্যে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত মানুষের জীবনের শিক্ষা, স্বাস্থ্য, আয় এবং পেশার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত ছিল। লেহম্যান জানান, এসব তথ্য থেকে অ্যালগরিদমটি মানুষ কীভাবে অনুভব ও আচরণ করে তা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছিল।

সর্বশেষ খবর