মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

করোনার নতুন ভ্যারিয়েন্টে চীনে মৃত্যু বাড়ছে, ভারতে আক্রান্ত ৪ হাজার

করোনার নতুন ভ্যারিয়েন্টে চীনে মৃত্যু বাড়ছে, ভারতে আক্রান্ত ৪ হাজার

কভিডের জেএন-১ ভ্যারিয়েন্টকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উদ্বেগ। এক মাস আগেও এই ভ্যারিয়েন্টকে পাত্তা দেয়নি সংশ্লিষ্টরা। কিন্তু ডিসেম্বরের শেষে কভিডের এই ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ব্রিটেন, চীন তো বটেই, ভারতেও ক্রমেই বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, কভিডের এই ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে চীনে ব্যাপক হারে প্রাণহানির খবর মিলেছে। প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি এতটাই খারাপ যে, শ্মশানগুলোতেও ক্রমেই চাপ বাড়তে শুরু করেছে। এ যেন একেবারে ২০২০ সালের কভিডের প্রথম ওয়েভের মতো পরিস্থিতি ফিরে আসছে। বর্তমানে চীনে করোনায় ১ লাখ ১৯ হাজার আক্রান্ত রয়েছে। এর মধ্যে সাড়ে ৭ হাজার খুবই গুরুতর। তবে চীন কভিডের কারণে মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ করেনি বলে দাবি করা হচ্ছে। আর ভারতে গতকাল পর্যন্ত ৬৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৪২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিডের এই নতুন ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ক্যাটাগরিতে রেখেছে।

সর্বশেষ খবর