বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের

সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মন্তব্য

কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে হবে ভারতকে। না হলে ভূস্বর্গের হাল হবে গাজার মতো! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনো সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ওরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন ওদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই? কী এমন কারণ রয়েছে।’ গত সেপ্টেম্বরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ব বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী মোদি যে পরামর্শ দিয়েছিলেন, তা-ও মনে করিয়ে দিয়েছেন ফারুক। গাজায় শান্তি ফেরানোর জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনের আলোচনার পক্ষে কাজ করছে ভারত। তাহলে কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য নয়াদিল্লি-ইসলামাবাদ আলোচনায় বাধা কোথায়? সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে, গাজার মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলে দুই তরফেরই উন্নতি হয়।’ এর পরেই তার মন্তব্য, ‘আমাদের প্রধানমন্ত্রী মোদিজির তো বলেছেন, এটি যুদ্ধের যুগ নয়।’

সর্বশেষ খবর