বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এক ভবন থেকে পাঁচ লাশ উদ্ধার

ফ্রান্স

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পুবের মোয় শহরের একটি ভবন থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সবাইকে হত্যা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ওই ফ্ল্যাট থেকে এক নারী ও তাঁর চার সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কেন এ হত্যাকান্ড, জানা যায়নি এখনো। এদিকে এ হত্যাকান্ডের তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা। স্থানীয় জুডিশিয়াল পুলিশ পরিষেবা ঘটনার তদন্ত করছে বলে সরকারি আইন কর্মকর্তা জ্যঁ বাতিস্তো ব্লাজিয়ে ফ্রান্সের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছে। মোয় শহরটি প্যারিস থেকে ৪০ কিলোমিটার দূরে। স্বজনরা ফোনে না পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। ওই ফ্ল্যাটে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। আর ৩৩ বছর বয়সী বাবা পলাতক। ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তাকে আটক করতে পারলেই হয়তো এ মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ফ্রান্সের প্যারিসের আশপাশে কয়েকটি শিশুহত্যার ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ দিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলফোর্টভিলে শহরে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তিন মেয়েকে হত্যার কথা স্বীকার করে পুলিশে আত্মসমর্পণ করেন।

অক্টোবরে ভালদুয়েজ শহরের ভেমার্সে এক পুলিশ সদস্য তার তিন মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন।

সর্বশেষ খবর