বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত

রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন জ্বলছে রুশ জাহাজে - এএফপি

ইউক্রেনের হামলায় কৃষ্ণ সাগরে একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া। সোমবার রাতে রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিওদোসিয়া বন্দরে হামলা চালায় ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বড় অবতরণকারী জাহাজ নভোচারকাস্ক গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী ইউক্রেনের বিমানের আঘাতে বিধ্বস্ত হয়। এর আগে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান বলেছিলেন, তাদের যুদ্ধবিমান জাহাজটি ধ্বংস করে দিয়েছে।ক্রিমিয়ার রুশ প্রধান সের্গেই আকসিয়োনভ জানিয়েছেন, হামলায় একজন নিহত হয়েছেন। তিনি বলেন, ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অল্প সংখ্যক লোককে অস্থায়ী আবাসন কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে। হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়। এরপর বন্দরের পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ক্রিমিয়া আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত কিন্তু রাশিয়ার দখলে রয়েছে।

সর্বশেষ খবর