বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জিম্মিদের পরিবারের বিক্ষোভ

নেসেটে ভাষণ থামাতে হলো নেতানিয়াহুকে

আর কত সময় লাগবে? কবে ফেরানো হবে পণবন্দিদের? আর কতদিন অপেক্ষা করতে হবে? এভাবেই ক্ষোভ, হতাশা, উৎকণ্ঠা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে জিম্মিদের পরিবার। পার্লামেন্টে বক্তৃতা রাখার সময় এ প্রতিবাদের কারণে মাঝপথেই তাকে ভাষণ থামাতে হয়। যদিও ফের বক্তৃতা শুরু করে তিনি আশ্বাস দেন, ‘বন্দিদের ফিরিয়ে আনতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব।’ 

সিএনএন জানায়, সোমবার পার্লামেন্টে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেই সময়ই ক্ষোভ উগড়ে দেন জিম্মিদের পরিজনরা। প্রিয়জনদের নাম লেখা পোস্টার, ছবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিক্ষোপ করেন তারা। এ সময় নেতানিয়াহু তাদের আশ্বস্ত করে বলেন, সেনা অভিযান শেষ করতে আরও সময় দরকার। এর পরই তারা আরও বিক্ষোভে ফেটে পড়েন। নেতানিয়াহুর কথার বিরোধিতা করে সবাই চিৎকার করে বলেন, ‘আর কোনো সময় নেই। যা করতে হবে এখনই করতে হবে। এখন মানে এখনই।’

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলের বুকে বেনজির হামলা চালায় হামাস। ওই আক্রমণে মৃত্যু হয় ১ হাজার ২০০ জন ইসরায়েলির। পরে হামাস ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায়। নভেম্বরে সাময়িক যুদ্ধ বিরতিতে মুক্ত হয়েছিলেন ১০৫ জন। কিন্তু এখনো বন্দি রয়েছেন শতাধিক। গাজা ভূখে  এ পর্যন্ত প্রায় ১৫০ জন ইসরায়েলি সৈনিকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর