বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতীক ফিরে পেল ইমরানের দল

প্রতীক ফিরে পেল ইমরানের দল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিজেদের প্রতীক ক্রিকেট ব্যাট নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের হাই কোর্ট এ সম্পর্কিত একটি আদেশ জারি করেছে। গত সপ্তাহে অবশ্য পাকিস্তানের নির্বাচন কমিশন পিটিআই-এর নির্বাচনি প্রতীক বাতিল ঘোষণা করে। তবে গতকালের আদালতের এই রায়ে এবার ইমরান খানের দলে কিছুটা হলেও স্বস্তি বইছে। পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেন, ‘পিটিআইয়ের নির্বাচনি প্রতীক ব্যাট বাতিল করে আদেশ জারি করেছিল নির্বাচন কমিশন। অন্যায্যভাবে জারি করা এই আদেশ স্থগিত করেছেন পেশোয়ার হাই কোর্ট। একই সঙ্গে প্রতীক ফিরিয়ে দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।’ রাষ্ট্রদ্রোহ, দুর্নীতিসহ একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। এ কারণে সম্প্রতি অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। তবে সংবিধান মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত শুক্রবার দলটির প্রতীক বাতিল করে কমিশন। কিন্তু পিটিআই বলছে, আসন্ন জাতীয় পরিষদ নির্বাচন সামনে রেখে ইমরান খান ও তার দলকে আইনি জটিলতায় ফেলতে নির্বাচন কমিশন এমন আদেশ দেয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা। বিশ্বব্যাংকের তথ্যমতে, পাকিস্তানের স্বাক্ষরতার হার ৫৮ শতাংশ। সে ক্ষেত্রে দেশটিতে নির্বাচনি প্রতীক প্রার্থীদের প্রচারণায় ও ব্যালট পেপারে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। পাকিস্তানের সাধারণ নাগরিকদের মধ্যে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধে গত বছর প্রধানমন্ত্রিত্ব হারান বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার।

কারাফটকে গ্রেফতার কুরেশি : রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় জামিন পাওয়ার পর পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেফতার করা হয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর আজ বুধবার আদিয়ালা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পাঞ্জাব পুলিশ বলেছে, গত ৯ মে সেনাবাহিনীর স্থাপনায় হামলার ঘটনার মামলায় কুরেশিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর