বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেই রাজীব এখন রাজ্য পুলিশের প্রধান

মমতা যার জন্য ধরনায় বসেছিলেন

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন প্রধান বা ডিজি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইপিএস কর্মকর্তা রাজীব কুমার। গতকাল নবান্ন থেকে এ কথা জানানো হয়েছে। তবে রাজ্য পুলিশের ডিজি নিয়োগে কেন্দ্রের যে ছাড়পত্র প্রয়োজন হয় সেই প্রক্রিয়া এখনো শুরু করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে আপাতত ভারপ্রাপ্ত ডিজি পদে বহাল হবেন তিনি। ভারতীয় পুলিশ কর্মকর্তাদের মধ্যে বেশ পরিচিত নাম রাজীব কুমার। কারণ তার জন্যই এক সময় ধরনায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১৯ সালে সারদাকাে  জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজিব কুমারের বাসভবনে যান সিবিআই কর্মকর্তারা। যদিও রাজ্য পুলিশের বাধায় বাসভবনে ঢুকতে পারেননি তারা। এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি হয়। রাজীবের বাড়িতে সিবিআইয়ের অভিযানের বিরোধিতায় কলকাতার ধর্মতলায় ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা। উল্লেখ্য, গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য অবসর নিয়েছেন। তার পর কে রাজ্য পুলিশের ডিজি হবেন তা নিয়ে আলোচনা চলছিল মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে। তবে রাজীব কুমারই যে পরবর্তী ডিজি হতে চলেছেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন প্রায় সবাই।

সর্বশেষ খবর