শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইরান-ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত ইসরায়েলি মন্ত্রীর

গাজা যুদ্ধ কী তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে? এ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ড। গত মঙ্গলবার তিনি ইসরায়েলি পার্লামেন্টে বলেন, আমরা এখন একাধিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধের মধ্যে আছি। সাত জায়গা থেকে আমাদের ওপর হামলা হচ্ছে। সেগুলো হলো : গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন এবং ইরান। এ সাতটির মধ্যে ছয়টি জায়গা থেকে করা হামলার বিরুদ্ধে আমরা এরই মধ্যে সাড়া দিয়েছি এবং পাল্টা হামলা চালিয়েছি। ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ এর বেশি মানুষকে হত্যা করে। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪০ জনকে। ওই দিন থেকেই গাজায় তীব্র সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত হত্যা করেছে ২০ হাজারের বেশি ফিলিস্তিনিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা এ আড়াই মাসে লেবানন এবং সিরিয়া থেকে হামলার শিকার হয়েছে এবং পাল্টা আক্রমণও চালিয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে। তবে তারা ইয়েমেনে হামলার বিষয়ে এতদিন কিছু জানায়নি।

ইয়েমেনের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে হুতিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা করছে। ইরাক বা ইরানের ওপর হামলার বিষয়েও এতদিন ইসরায়েল কিছু জানায়নি।

সর্বশেষ খবর