শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাশিয়াকে পরাস্ত করার পশ্চিমা কৌশল ব্যর্থ : ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়া। মস্কোকে কৌশলগতভাবে পরাস্ত করতে পশ্চিমাদের কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ল্যাভরভ বলেছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত একটি ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। দশ দিন আগে এক গোপন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলেনস্কির প্রশাসন যুদ্ধ নিয়ে বাগাড়ম্বর করছে। শান্তির প্রতি তাদের কোনো আগ্রহ নেই।

দেশটির প্রতিনিধিরা যুদ্ধের শর্তের মধ্যেই ভাবনায় নিয়োজিত। তাদের পক্ষ থেকে লড়াইয়ের অবসানের কোনো ইচ্ছে নেই। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা নিষিদ্ধ করার আইন এখনো বহাল। এর আগে ল্যাভরভ বলেছিলেন, আলোচনা কিয়েভ স্থগিত করেছে। দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। তার মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রথম পদক্ষেপ হতে হবে মস্কোর সঙ্গে আলোচনায় যে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলেনস্কি তা প্রত্যাহার করা।

সর্বশেষ খবর