শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কলোরাডোর পর আরেক রাজ্যে ধাক্কা খেলেন ট্রাম্প

নির্বাচনে লড়তে পারবেন না

কলোরাডোর পর আরেক রাজ্যে ধাক্কা খেলেন ট্রাম্প

কয়েক দিন আগেই কলোরাডো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। এবার আরও একটি রাজ্যে ধাক্কা খেলেন রিপাবলিকান নেতা। যুক্তরাষ্ট্রের মেইন প্রদেশের আদালত জানিয়েছেন, প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন না ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালান। সেখানে ট্রাম্পের যে ভূমিকা ছিল, তার জেরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেইনে প্রদেশের মুখপাত্র শেন লি বেলোস বলেন, ‘২০২১ সালের ঘটনায় ট্রাম্পের সম্পূর্ণ প্ররোচনা ছিল। তার নির্দেশেই সবটা হয়েছিল। আমেরিকার সংবিধান অনুযায়ী এ ঘটনা কোনোভাবেই মানা যায় না।’

উল্লেখ্য, চলতি মাসে ১৯ ডিসেম্বর মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট একই কারণে জানিয়েছিলেন, ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। রায়ে বলা হয়েছিল, ২০২১ সালে ক্যাপিটলে তার সমর্থকরা যে হামলা করেছিল, তাতে ট্রাম্পের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। মার্কিন সংবিধানে অনুযায়ী, যারা বিদ্রোহের সঙ্গে জড়িত, তাদের কোনো পদে রাখা যাবে না। ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪-৩।

সর্বশেষ খবর