শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
প্রসাধনী বিক্রি

১০০ বিলিয়ন ডলারের মালিক প্রথম নারী

১০০ বিলিয়ন ডলারের মালিক প্রথম নারী

বিশ্বের প্রথম নারী হিসেবে ১০০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক হলেন প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ারস। এর মধ্য দিয়ে সবচেয়ে ধনী নারীদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। এ খবর জানিয়েছে ব্লুমবার্গ। বৃহস্পতিবার ল’রিয়াল ব্র্যান্ডে মেয়ারস ও তার পরিবারের শেয়ার কিছুটা বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় ৩৫ শতাংশ। এতেই ধনী নারীর তালিকায় শীর্ষে উঠে আসেন ৭০ বছর বয়সী এ নারী । ব্লুমবার্গ অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ এখন ১০০.১ বিলিয়ন ডলার। মেয়ারস ও তার পরিবারই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অংশীদার। তার দাদার হাত ধরে ১৯০৯ সালে কোম্পানিটি গড়ে ওঠে। ২০১৭ সালে মায়ের মৃত্যুর পর তিনি ৩৩ শতাংশ শেয়ারের মালিক হন, যার মূল্য প্রায় ৭০ বিলিয়ন ডলার।

 মেয়ারস বেশির ভাগ সময় বাড়িতেই থাকেন। বই পড়া, পিয়ানো বাজানো এগুলো নিয়েই সময় কাটে তার। দুটি বইও লিখেছেন তিনি। তালিকায় মেয়ারসের পরেই রয়েছেন আমেরিকার অ্যালাইস ওয়াল্টন। তিনি ওয়ালমার্টের উত্তরাধিকারী। তার সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার। এদিকে ধনী নারীর তালিকায় শীর্ষে থাকলেও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় মেয়ারের অবস্থান ১২তম। এ তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার নিট সম্পদের পরিমাণ ১৭৯ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর