সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

করোনার নতুন রূপে হৃদরোগের মহামারি!

করোনার নতুন রূপে হৃদরোগের মহামারি!

পৃথিবীজুড়ে আবার আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা। এ ভয়ংকর ভাইরাসের নতুন রূপ জেএন১ স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেনে একটি নতুন রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে সারা পৃথিবীর মানুষের জন্য জারি করা হয়েছে জরুরি সতর্কতা। গবেষণায় দাবি করা হয়েছে, কভিডের নতুন সাব-ভ্যারিয়েন্টের ধাক্কায় সমগ্র বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগ হওয়ার মহামারি! এর প্রভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও! জাপানি গবেষকদের তৈরি করা নয়া রিপোর্টে বলা হয়েছে, মানবদেহের কোষে করোনাভাইরাস আক্রমণ করলে তা দেহের হৃদযন্ত্রের ওপরে খারাপ প্রভাব ছড়াতে থাকে। এর দরুণ যারা এ অসুখে আক্রান্ত হন, তাদের সবারই হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা হয়।

তবে ভারতের রেডক্লিফের মেডিকেল ল্যাবরেটরির পরিচালক সোহিনী সেনগুপ্ত জানিয়েছেন, এখনো এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। করোনার জেএন১ রূপের কারণে হৃদরোগের আক্রমণ বাড়তে থাকবে কি না, তা জানার জন্য আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

সর্বশেষ খবর