মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চীন-তাইওয়ান এক হবেই

নববর্ষের বার্তায় শি জিন পিং

নববর্ষের বার্তায় শি জিন পিং

তাইওয়ান ‘নিশ্চয়ই চীনের সঙ্গে একত্রিত হবে’। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে আবারও দৃঢ়ভাবে নিজের এই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি এমন সময় এ মন্তব্য করলেন যার ১৩ দিন পর অর্থাৎ আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে জাতীয় নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে ঠিক হবে আগামী চার বছর চীনের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে। এদিকে এই নির্বাচনকে মাথায় রেখে তাইওয়ান প্রণালি ঘিরে নিজেদের সামরিক উপস্থিতি জোরালো করেছে চীন। তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করলেও চীন তাদের সেই দাবি মানে না। বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন অবশ্যই পুনরায় একত্রিত হবে। এ জন্য প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনও নতুন বছরের বার্তা দিয়ে বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক কেমন হবে সেটা ঠিক করার ‘অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের আছে এবং তারাই সেটা ঠিক করবে’।

 

সর্বশেষ খবর