মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
পাকিস্তান নির্বাচন

ভোটার তালিকায় নামই নেই ইমরানের

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোরের এনএ-১২২ এবং মিয়াঁওয়ালির এনএ-৮৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দেশটির নির্বাচন কমিশনের দাবি, ইমরানের নাম ভোটার তালিকাতেই নেই! তাই তাঁর মনোনয়ন বৈধ নয়। দলের মহাসচিব ওমর আয়ুব খান বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনে পিটিআইয়ের মুখোমুখি হওয়ার সাহস না থাকায় এই প্রতারণার আশ্রয় নিয়েছে ক্ষমতাসীনরা। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’ ঘটনার জেরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পিটিআই কর্মী-সমর্থকরা। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচন।

ইমরানের পর দলের প্রায় সব প্রার্থীর মনোনয়ন বাতিল : ইমরান খানের পর এবার তাঁর দলের প্রায় সব প্রার্থীর মনোনয়নও বাতিল করেছে ইসিপি। পিটিআইয়ের মুখপাত্র রাউফ হাসান বলেছেন, রবিবার আমাদের দলের প্রায় সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থী এই তালিকায় রয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচন থেকে পিটিআইকে বাইরে রাখার উদ্দেশ্য নিয়ে কাজ করছে ইসিপি।

সর্বশেষ খবর