মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পুতিন বললেন, ন্যায্য দাবি ছাড়বেন না প্রতিশোধের হুঁশিয়ারি জেলেনস্কির

নতুন বছরের ভাষণে প্রেসিডেন্ট পুতিন বললেন, রাশিয়ার সেনা ন্যায়ের জন্য লড়ছে। রাশিয়া তাদের ন্যায্য দাবি ছাড়বে না। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৪ সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের শপথ নিয়েছেন। নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহরে হামলা হওয়ার পর এ হুঁশিয়ারি দেন তিনি। খবর মস্কো টাইমসের

পুতিন বলেছেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি যে, আমরা অত্যন্ত কঠিন কাজ করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, আমরা পিছিয়ে আসি না, কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারে না।’ তিনি বলেছেন, ‘২০২৪ আমাদের পরিবারের বছর হবে।’ তার মন্তব্য, ‘যারা লড়াইয়ের ময়দানে কাজে আছেন, তারা ন্যায় ও সত্যের জন্য লড়ছেন। আপনারা আমাদের হিরো। আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের জন্য গর্বিত। আমরা সবসময় আপনাদের সাহসকে কুর্নিশ করি।’ সম্প্রতি ইউক্রেনে হামলার হার বাড়িয়েছে রাশিয়া।

 

সর্বশেষ খবর