শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তৃণমূল কর্মীদের হাতে মার খেলেন ইডির কর্মকর্তারা

দুর্নীতির তদন্ত

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় দুর্নীতির ঘটনার তদন্ত করতে গিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে বেদম মারধরের শিকার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বাড়িতে ইডির হানা নতুন ঘটনা নয়। নিয়োগ ও রেশন দুর্নীতি মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক গ্রেফতার হয়েছেন ইডির হাতে। কিন্তু কোথাও উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালির মতো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে! জানা গেছে, সন্দেশখালিতে তৃণমূল নেতা ও কারাগারে বন্দি রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাজাহানের বাসভবনে যান ইডির কর্মকর্তারা। এ সময় স্থানীয় তৃণমূল সমর্থকরা তাদের ওপর চড়াও হন। এর পর মারধরের ঘটনা ঘটে। শুধু তা-ই নয়, বিক্ষোভের মুখে পড়ে এক ইডি কর্মকর্তার মাথাও ফেটেছে বলে খবর। এ সময় দুর্নীতির তদন্তকারী এ সংস্থার সাত কর্মী আহত হন। শুধু ইডির কর্মকর্তারাই নন, দুষ্কৃতকারীদের রোষের শিকার হন সাংবাদিকরাও। ভাঙচুর করা হয় সংবাদমাধ্যমের চারটি গাড়ি। ভাঙচুরের শিকার হয় প্রভাবশালী গণমাধ্যম এবিপি আনন্দের গাড়িও। গতকাল সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে এ ঘটনা ঘটে।  এ ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সর্বশেষ খবর