শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যুদ্ধ উত্তেজনায় দুই কোরিয়া

দক্ষিণের দিকে ২০০ গোলা ছুড়েছে উত্তর কোরিয়া

যুদ্ধ উত্তেজনায় দুই কোরিয়া

ফের যুদ্ধের আশঙ্কা। উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূল থেকে প্রায় ২০০টি গোলা নিক্ষেপ করেছে। আর সেই কারণে আবারও যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় ৯টা থেকে ১১টার মধ্যে বাইংনিয়ং দ্বীপের উত্তর অংশে জাংসান- গেট এলাকায় ২০০ রাউন্ড গোলা ছুড়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এ হামলাকে উত্তরের পক্ষ থেকে উসকানি বলে উল্লেখ করেছে সিউল। সে কারণে ইওনপিয়ং দ্বীপের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাটি রাজধানী সিউল থেকে ১১৫  কিলোমিটার দূরে। উত্তরের এই পদক্ষেপে কোরীয় দ্বীপের শান্তি পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। সিউল এর উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে, ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার এক দ্বীপ লক্ষ্য করে গোলা ছুড়েছিল উত্তর কোরিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে এত বড় সামরিক সংঘাত আর দেখা যায়নি। তবে কয়েক দিন ধরে কিম জং উন প্রশাসনের পক্ষ থেকে বারবার দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গোলাগুলো দুই দেশের মাঝে সমুদ্র সীমান্তেই এসে পড়ছে বলে খবর। তারা ২০১৮ সালের সামরিক চুক্তি লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার এই মহড়াকে উসকানি বলেও অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। এমন সময় উত্তর কোরিয়া থেকে গোলা নিক্ষেপ করা হলো, যখন কিছুদিন আগেই পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুদ্ধের প্রস্তুতির জন্য দেশটির সামরিক বাহিনী অস্ত্রাগার তৈরি করছে। কোরীয় উপদ্বীপে ‘যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে’ এই যুদ্ধ। কয়েক মাস ধরেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন করে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে করা একটি সামরিক চুক্তি থেকে সরে গেছে পিয়ংইয়ং। গত নভেম্বরে উত্তর কোরিয়ার সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবির পর থেকে ওই চুক্তি দুর্বল হয়ে পড়েছিল।

 

সর্বশেষ খবর