শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আত্মহত্যা ঠেকাতে ব্রিজে যুক্ত হলো জাল

আত্মহত্যা ঠেকাতে ব্রিজে যুক্ত হলো জাল

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত সোনালি দুয়ার হিসেবে খ্যাত গোল্ডেন গেট ব্রিজ বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু। এ ব্রিজকে সানফ্রান্সিস্কোতে একসময় আইকন প্রতীক হিসেবে ধরা হতো। এটা তৈরি হওয়ার আগ পর্যন্ত লোকজন বিশ্বাস করত না যে, এরকম ব্রিজ হবে। তবে ১৯৩৭ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ সেতুটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। সেতু থেকে যারা লাফিয়ে আত্মহত্যা করেছে, তাদের স্বজনরা কয়েক দশক ধরে আত্মহত্যা ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে আসছিলেন।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০১৮ সালে সেতুর দুই পাশে ২০ ফুট চওড়া লোহার জাল বসানোর কাজ শুরু করে। ১.৭ মাইল দীর্ঘ সেতুটির প্রায় ৯৫ শতাংশজুড়ে জাল লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।  গড়ে প্রতি বছর সেতুটি থেকে লাফিয়ে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটত। কিন্তু সেতুটিতে জাল লাগানোর কাজ শুরুর পর আত্মহত্যার সংখ্যা কমেছে। গত বছর সেতুটি থেকে লাফিয়ে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

 

সর্বশেষ খবর