সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হামাসের ৮ হাজার যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। অবরুদ্ধ এই উপত্যকার সর্বত্রই এখন খাবারের জন্য হাহাকার

গাজার উত্তরাঞ্চলে হামাস নেতৃত্বকে ‘সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার’ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বলেছে, সেখানে বর্তমানে হামাস বিক্ষিপ্তভাবে পরিচালিত হচ্ছে এবং তাদের ‘নেতৃত্ব দেওয়ার মতো কেউ আর নেই’। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, তারা উত্তর গাজায় প্রায় ৮ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে। অবশ্য বিবিসি স্বাধীনভাবে হাগারির এই দাবি যাচাই করতে পারেনি। তিনি দাবি করেন, গাজার উত্তরাঞ্চলে প্রায় ৮ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতে গাজার প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জোর দিয়ে বলেছেন, হামাসকে নির্মূল করা, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এমনটা নিশ্চিত না করা পর্যন্ত ইসরায়েল সেখানে সামরিক অভিযান চালিয়ে যাবে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের বাকি সবকিছু পাশে সরিয়ে রাখতে হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ২২ হাজার ৭২২ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। আহত হয়েছেন আরও ৫৮ হাজার ১৬৬ জন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা এখন বসবাসের অযোগ্য। তিনি বলেন, ৭ অক্টোবরের হামলার পর থেকে গত তিন মাসে গাজা একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে হতাশা ছাড়া আর কিছুই নেই।

দুটি ইসরায়েলি ট্যাংকারে ড্রোন হামলা : এবার ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলার খবর প্রকাশিত হয়েছে। জর্ডান নিউজের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি অনলাইন জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার এই দুটি ইসরায়েলি ট্যাংকারে অজ্ঞাত জায়গা থেকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি। জাহাজগুলো বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরেও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার ঘটনা ঘটছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে রাসায়নিক পদার্থবাহী কার্গো জাহাজে কেম প্লুটোতে ড্রোন হামলার ঘটনা ঘটে।

গাজার সর্বত্রই খাবারের জন্য হাহাকার : গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। অবরুদ্ধ এই উপত্যকার সর্বত্রই এখন খাবারের জন্য হাহাকার। সেখানে খাবার-পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সংঘাতের কারণে কোনো ধরনের ত্রাণ সহায়তাও পৌঁছানো সম্ভব হচ্ছে না। গাজায় মানবিক সংকট পৌঁছানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সেখানে যুদ্ধবিরতি না হলে কোনো ধরনের মানবিক সহায়তা সরবরাহ করা সম্ভব হবে না। কিন্তু যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে কোনো চুক্তিও হচ্ছে না। এমনকি ইসরায়েল বলছে তারা এখনই লড়াই থামাবে না। গাজাবাসীর জন্য যে সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার কথা সেগুলো ইসরায়েলি বাহিনীর একগুয়েমির কারণে মিসর-গাজা সীমান্তের একটি গুদামে রাখা হয়েছে। ওই গুদাম পরিদর্শনে গিয়ে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, এই গুদামের পরিস্থিতি স্বেচ্ছাচারিতার প্রমাণ দিচ্ছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা এখন বসবাসের অযোগ্য। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, অক্টোবরে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর গাজা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

সর্বশেষ খবর